মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত


মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মামাবাড়ি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মেগা মিটআপ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।



ফাউন্ডেশনের কান্ট্রি এম্বাসেডর হুমায়ন কবির ও কমিউনিটি ভলান্টিয়ার আলী আকবরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি লীডার রাশেদ বাদল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির, বিজয় টিভি ও দৈনিক নয়া দিগন্তের মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক আশরাফুল মামুন, এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপি কুমার দাস এবং উদ্যোক্তা, লেখক ও সম্পাদক মো: আরিফুল ইসলাম।


বাংলাদেশ তথা বিশ্বের বৃহৎ এ উদ্যোক্তা তৈরির কারখানায় আজীবন মেম্বার প্রায় তিন লাশ ৩৮ হাজার। টানা ৯০ দিনের উদ্যোক্তা বিষয়ক অনলাইন কর্মশালায় ট্রেনিং গ্রহণ করেছেন বাংলাদেশের ৬৪টি জেলা ও ৫০টি দেশের প্রায় ছয় লাখের বেশি তরুণ-তরুণী।


মালয়েশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হতাশাগ্রস্ত প্রবাসীদের মধ্যে প্রায় তিন হাজার প্রবাসীদের আশার আলো হিসেবে দেখা দিয়েছে এ ফাউন্ডেশনটি। সফল উদ্যোক্তা, কমিউনিটি লিডার, প্রবাসী সাংবাদিক, লেখক ও গবেষকদের হাতে প্রায় ২০টি সম্মাননা ক্রেস্ট তুলে দেন উদ্যোক্তাদের বৃহৎ এ সংগঠনটি।


সেরা ভলান্টিয়ার হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন, কমিউনিটি ভলান্টিয়ার কামাল হোসেন, দেলোয়ার রুবেল, আলী আকবর ও জহিরুল হক।


সেরা উদ্যোক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন, কমিউনিটি ভলান্টিয়ার মনিরুজ্জামান। টপ টুয়েন্টি মেম্বার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন, বেলাল এইচ সাহিদ, রেজিস্ট্রেশন টিম মেম্বার হিসেবে আলী আকবর, কান্ট্রি এম্বাসেডর হিসেবে আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির ও মো: সোহেল আরমানএবং কোর ভলান্টিয়ার ও মডারেটর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন মো: আসাদুজ্জামান।


মালয়েশিয়াতে বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য রাশেদ বাদলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


তাছাড়া বাংলাদেশী কমিউনিটির সুখ দুঃখের সংবাদ সবার কাছে নিষ্ঠার সাথে পৌঁছে দেয়ার জন্য যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার মালয়েশিয়া প্রতিনিধি শেখ আহমাদুল কবির, বিজয় টিভি ও দৈনিক নয়া দিগন্তের মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক আশরাফুল মামুন, এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপি কুমার দাসকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং সফল উদ্যোক্তা, লেখক ও সম্পাদক হিসেবে মো: আরিফুল ইসলাম বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই