আজভস্টাল থেকে সরিয়ে নেয়া হলো আরো ৫০ জনকে
টানা দু’মাসের বেশি সময় ধরে দেশটির কৌশলগত বন্দর নগরী মারিউপোলে রুশ সেনাদের ক্রমবর্ধমান আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রাশিয়ান এবং ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ৫০ জনকে সরিয়ে নিয়ে জাতিসংঘ এবং রেড ক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, এই দলে ১১ জন শিশু রয়েছে।
রুশ কর্মকর্তারা এবং ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, শনিবারও সরিয়ে নেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে এই ইস্পাত কারখানা এবং শহর থেকে প্রায় ৫০০ জন বেসামরিক নাগরিককে সরানো হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘প্রভাবশালী রাষ্ট্রগুলো’ সৈন্যদের উদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করছে, যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
রাতের ভিডিও ভাষণে তিনি বলেন, ‘আজভস্টালে থাকা আমাদের সৈন্যদের বাঁচাতে আমরা কূটনৈতিক বিকল্প নিয়েও কাজ করছি।’
কোন মন্তব্য নেই