যাত্রীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেবে ডেল্টা এয়ারলাইনস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যাত্রীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেবে ডেল্টা এয়ারলাইনস


সব যাত্রীকে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেয়ার পরিকল্পনা করছে ডেল্টা এয়ারালাইনস। এ কার্যক্রম আগামী বছরের প্রথমদিকে শুরু হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে বর্তমানে নির্দিষ্ট কিছু সদস্যদের মধ্যে এটি পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালে এটি প্রসারিত করবে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। খবর টেকটাইমস।


বর্তমান সময়ে উড়োজাহাজ ভ্রমণে একজন যাত্রীর অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হলো ইন্টারনেট। এর মাধ্যমে একজন যাত্রী তার ভ্রমণের সব বিষয় ভ্রমণকালীন জানতে পারে। কিন্তু বছরের পর বছর বিভিন্ন এয়ারলাইনসে এ সুবিধা না পেয়ে হতাশা প্রকাশ করেছে যাত্রীরা।


আবার এসব এয়ারলাইনসে ইন্টারনেট প্রক্রিয়া থাকলেও তার গতি খুবই ধীর পর্যায়ে রয়েছে। কোনোটিতে প্রতিনিয়ত সংযোগ বিচ্ছিন্নের মতো ঘটনাও ঘটে। আবার কোনোটা যাত্রীর সাধ্যের তুলনায় অধিক ব্যয়বহুল। এ কারণে যাত্রী সুবিধার কথা বিবেচনা করে সব যাত্রীকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়ার পরিকল্পনা করেছে ডেল্টা এয়ারলাইনস।

কোন মন্তব্য নেই