ক্রোমবুকের জন্য গুগল ফটোজের নতুন এডিটিং টুল
ক্রোমবুক ও ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য নতুন ফিচার চালু করেছে গুগল ফটোজ। ব্যবহারকারীদের জন্য নতুন ভিডিও এডিটিং টুল যুক্ত করেছে প্লাটফর্মটি। নতুন এডিটিং টুলের মাধ্যমে ক্রোমবুক ও ক্রোমওএস ব্যবহারকারীরা আগের তুলনায় আরো ভালোভাবে এডিট করতে পারবে। খবর টেক ক্রাঞ্চ।
আমেরিকান এ প্রযুক্তি জায়ান্টটি ক্রোমওএস ব্যবহারকারীদের জন্য ফটোজে সংযুক্ত করেছে মুভি এডিটর টুল। যদিও নাম শুনে প্রাথমিকভাবে মনে হতে পারে, অ্যাপসটি শুধু ইমেজ সংক্রান্ত বিষয়গুলোকে সমর্থন করে। তবে গুগল ফটোজ বর্তমানে ভিডিও এডিটের বিষয়গুলোকেও অগ্রাধিকার দিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, গুগল ফটোজের নতুন এ আপডেটি মূলত টিকটকের জনপ্রিয়তা অনুসরণ করেই আনা হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে গুগল ঘোষণা করে যে এটি তার ফটো শেয়ারিং ও স্টোরেজ প্লাটফর্মে নতুন ভিডিও সম্পাদনা টুলসের পাশাপাশি মুভি এডিটর সংযুক্তির পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, শুধু ক্রোমবুক ব্যবহারকারীদের জন্য ভিডিও ফিচারগুলো নিয়ে এসেছে তারা। আইফোন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা আইওএসের মতো অন্যান্য প্লাটফর্মে এ ফিচারগুলো সংযুক্তির পরিকল্পনা করছে কিনা তা অস্পষ্ট। তবে আগের ঘোষণা অনুযায়ী গুগল প্রতিশ্রুত আপডেটগুলো নিয়ে এল। এরই ধারাবাহিকতায় ক্রোমবুক ব্যবহারকারীদের জন্য ভিডিও এডিটিং ফিচারগুলো উন্মুক্ত করা হয়েছে। নতুন ভিডিও এডিটিং টুলের মাধ্যমে কী ধরনের সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে জানিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। নতুন এ টুলটি ব্যবহারকারীদের নির্বিঘ্নে ও নিরবচ্ছিন্নভাবে ছবি এবং ভিডিও সম্পাদনা করতে দেয়।
কোন মন্তব্য নেই