কেলি ক্লার্কসনের প্রাক্তন স্বামী ব্র্যান্ডন ব্ল্যাকস্টক আর নেই
ক্যানসারের সঙ্গে দীর্ঘ তিন বছরের লড়াইয়ের পর প্রয়াত হলেন মার্কিন গায়িকা কেলি ক্লার্কসনের সাবেক স্বামী ব্র্যান্ডন ব্ল্যাকস্টক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্ল্যাকস্টক পরিবারের পক্ষে সিএনএনকে জানানো হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, ব্র্যান্ডন ব্ল্যাকস্টক আর নেই। তিনি তিন বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন। অবশেষে শান্তিপূর্ণভাবে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাই।’
এই খবরটি এসেছে ঠিক একদিন পর, যখন কেলি ক্লার্কসন ঘোষণা দেন যে, তিনি তার লাস ভেগাস রেসিডেন্সির বাকি শোগুলো স্থগিত করছেন ব্র্যান্ডন ব্ল্যাকস্টকের শারীরিক অবস্থার কারণে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ক্লার্কসন লেখেন, ‘আমি সাধারণত ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখি, কিন্তু গত এক বছর ধরে আমার সন্তানের পিতা অসুস্থ। এই মুহূর্তে আমি পুরোপুরি আমার সন্তানদের পাশে থাকতে চাই।’
তিনি আরও লেখেন, ‘যারা শোয়ের টিকিট কিনেছিলেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের উদারতা, সহানুভূতি ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞ।’
ক্লার্কসন এবং ব্ল্যাকস্টক, যারা ২০২২ সালের মার্চ মাসে বিবাহবিচ্ছেদ করেছিলেন, তাদের দুটি সন্তান রয়েছে, মেয়ে রিভার রোজ, যার জন্ম ২০১৪ সালে এবং ছেলে রেমিংটন আলেকজান্ডার, যার জন্ম ২০১৬ সালে।
উল্লেখ্য, কেলি ক্লার্কসন একজন মার্কিন গায়িকা, গীতিকার, টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী। তিনি ২০০২ সালে জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা ‘আমেরিকান আইডল’-এর প্রথম মৌসুমের বিজয়ী হওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে তিনি পপ ও রক ঘরানার সংগীতে অসাধারণ সাফল্য অর্জন করেন।
কোন মন্তব্য নেই