ব্যালন ডি’অর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পিএসজির ৯
ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজিত বিশ্বের সেরা ফুটবলারদের জন্য বিখ্যাত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৫ সালের মনোনীতদের তালিকা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগেই ৩০ জন করে খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে।
পুরুষ বিভাগে নাম রয়েছে পিএসজির উসমান দেম্বেলে, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বার্সেলোনার লামিন ইয়ামালসহ লিভারপুলের মোহাম্মদ সালাহ ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের মতো তুমুল প্রতিযোগীদের।
১৯৫৬ সাল থেকে এই পুরস্কার বিশ্ব ফুটবলের সেরা ব্যক্তিত্বদের স্বীকৃতি দিয়ে আসছে।
এবারও পুরস্কারের পাশাপাশি তরুণ ফুটবলার, গোলরক্ষক, কোচ ও মানবিক অবদানের জন্য আলাদা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
পুরুষ বিভাগে মনোনীত ৩০ জন :
উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ও ইতালি)
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
দেজিরে দুয়ে (পিএসজি ও ফ্রান্স)
ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান ও নেদারল্যান্ডস)
সেরহু গুইরাসি (বরুশিয়া ডর্টমুন্ড ও গিনি)
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে)
ভিক্টর গয়োকেরেস (আর্সেনাল ও সুইডেন)
আশরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
খাভিচা কাভারাত্সখেলিয়া (পিএসজি ও জর্জিয়া)
রবার্ট লেভানদোস্কি (বার্সেলোনা ও পোল্যান্ড)
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল ও আর্জেন্টিনা)
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান ও আর্জেন্টিনা)
স্কট ম্যাকটমিনে (নাপোলি ও স্কটল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
নুনো মেন্দেস (পিএসজি ও পর্তুগাল)
জোয়াও নেভেস (পিএসজি ও পর্তুগাল)
পেদ্রি (বার্সেলোনা ও স্পেন)
কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড)
মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
রাফিনিয়া (বার্সেলোনা ও ব্রাজিল)
ডেকলান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড)
ফাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন)
লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
ফ্লোরিয়ান ভার্টজ (লিভারপুল ও স্পেন)
ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস)
মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিশর)।
কোন মন্তব্য নেই