বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ ৮

 

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।


ডুবে যাওয়া ট্রলারে ১৯ জেলে ছিলেন। এর মধ্যে ১১ জনকে অপর একটি মাছ ধরার নৌকা উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ৮ জন।


নিখোঁজ জেলেরা নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।


কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, ‘‘ডুবে যাওয়া ট্রলারের মালিক শুক্রবার সকালে কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছেন। এরপরই নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি শুরু করেছে কোস্টগার্ড।’’


ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে যায়। ওই দিন দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের সন্ধানে একটি বড় নৌকা নিয়ে গভীর সাগরে তল্লাশি চালানো হচ্ছে।’’

কোন মন্তব্য নেই