ট্রাম্পের হুমকির পর ‘শত্রু সাবমেরিন’ ধ্বংসের মহড়া রাশিয়া ও চীনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ট্রাম্পের হুমকির পর ‘শত্রু সাবমেরিন’ ধ্বংসের মহড়া রাশিয়া ও চীনের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে, তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠিয়েছেন। এরপর বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী শত্রু সাবমেরিন শিকার করে ধ্বংস করার অনুশীলন করেছে।


রাশিয়া জানিয়েছে যে এই মহড়ায় চীনা ওয়াই-৮ অ্যান্টি-সাবমেরিন বিমান এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের আইএল-৩৮ বিমান, সেইসাথে হেলিকপ্টার ক্রুরাও অংশগ্রহণ করেছিল।


‘কার্যকর যৌথ পদক্ষেপের ফলে, ‘শত্রু’ সাবমেরিনটি তাৎক্ষণিকভাবে সনাক্ত করা হয়েছিল এবং ধ্বংস করার মহড়া চালানো হয়েছিল,’ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


‘সাবমেরিন ধ্বংসের মহড়ার পর, রাশিয়ান ও চীনা জাহাজের ক্রুরা তাদের ফলপ্রসূ কাজের জন্য একে অপরকে ধন্যবাদ জানায়।’


২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধে যাওয়ার কিছুদিন আগে ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরকারী দুই দেশ রাশিয়া ও চীন তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের মহড়া এবং প্রতিপক্ষদের প্রতি একটি প্রতিরোধমূলক সংকেত পাঠানোর জন্য নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে।


কোন মন্তব্য নেই