কাউকে টাকা দিলে তার কাছ থেকে তা আদায় করার পদ্ধতি প্রসঙ্গে

প্রশ্ন : কাউকে ধার দিলে কিভাবে ফেরত নিতে হবে, ফিক্সড করে দিতে পারব, না যখন যেভাবে সুবিধা সেভাবে তার মত ফেরত দিবে, এবং সময় বেধে দিতে পারব কিনা, সুদ যাতে না হয় সবদিক বিবেচনা করে কিভাবে ধার আদায় করা যায়?
উত্তর : কর্জ দিলে তা আদায়ের জন্য কোনো আর্থিক চাপ দেওয়ার বিধান নেই। বিনা লাভে শুধু কর্জের পরিমাণ টাকাই আদায় করা যাবে। আদায়ের সময় বা পদ্ধতি নিজেরা ঠিক করে নিবেন। তবে, কর্জের বিনিময়ে কোনো উপকার বা বাড়তি টাকা নেওয়া যাবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
কোন মন্তব্য নেই