কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নয়জন নিহত
কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল, নয়জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:৩০
কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পর ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত নয়জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন।
হামলার বিবরণ
-
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানা ও আল-জাওফে আহতের সংখ্যা ১১৮, এবং উদ্ধারকাজ এখনো চলছে।
-
বিমান হামলায় সানার আল-তাহরির এলাকা, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
আল-জাওফের আল-হাজমে সরকারি কমপাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথি ও প্রতিরক্ষা
-
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় অনেকে শহীদ ও আহত হয়েছেন, এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া
-
ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
-
এক বিবৃতিতে তারা জানায়, সানা ও আল-জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।
পরিস্থিতির প্রভাব
-
ইয়েমেনের স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আগুন নেভানো এবং ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করতে কাজ করছে।
-
এখনো হতাহত ও ক্ষতির পূর্ণ পরিমাণ জানা যায়নি।
কোন মন্তব্য নেই