তিন দশকের লুটের বিচার ও নতুন সংবিধানের দাবিতে নেপালের তরুণদের আন্দোলন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিন দশকের লুটের বিচার ও নতুন সংবিধানের দাবিতে নেপালের তরুণদের আন্দোলন

 


তিন দশকের লুটের বিচার ও নতুন সংবিধানের দাবিতে নেপালের তরুণদের আন্দোলন

টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

নেপালে টানা বিক্ষোভে টালমাটাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করার পরও আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির তরুণ প্রজন্ম। তারা বলছে, এই আন্দোলন কোনও ব্যক্তি বা দলের জন্য নয়, বরং সমগ্র প্রজন্ম ও জাতির ভবিষ্যতের জন্য।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন— গত তিন দশকে রাজনীতিবিদদের লুটপাট করা সম্পদের তদন্ত, অবৈধ সম্পত্তি জাতীয়করণ, নতুন সংবিধান প্রণয়ন এবং প্রশাসনে ব্যাপক সংস্কার। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার, নিরাপত্তা ও যোগাযোগ— এই পাঁচটি মৌলিক প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তনেরও দাবি জানিয়েছেন তারা।

মূল দাবি সমূহ

  • বর্তমান প্রতিনিধি পরিষদের তাৎক্ষণিক বিলুপ্তি

  • নাগরিক, বিশেষজ্ঞ ও তরুণদের অংশগ্রহণে সংবিধান সংশোধন বা পুনর্লিখন

  • অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন

  • সরাসরি নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠা

  • তিন দশকের লুটপাটের বিচার ও অবৈধ সম্পদের জাতীয়করণ

  • শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থায় সংস্কার

তরুণ প্রজন্মের আয়োজকরা নিহতদের শহীদ ঘোষণা, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। একইসঙ্গে বেকারত্ব, অভিবাসন ও সামাজিক বৈষম্য মোকাবেলায় বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন।

এদিকে সহিংসতা ঠেকাতে কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী জানিয়েছে, কিছু গোষ্ঠী কঠিন পরিস্থিতির সুযোগ নিচ্ছে এবং সরকারি সম্পদ ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই আন্দোলন নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থাকে নতুন রূপ দিতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে


কোন মন্তব্য নেই