সরকারি ঘোষণা না এলে বৃহস্পতিবার দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
সরকারি ঘোষণা না এলে বৃহস্পতিবার দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, বিকেল ৫:২৯
সরকার আজ বুধবারের মধ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে প্রজ্ঞাপন না দিলে, আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে বৃহস্পতিবার দেশের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শিক্ষকদের জাতীয়করণ দাবিতে আন্দোলন তুঙ্গে
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বুধবার দুপুরে শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন,
“আমাদের আন্দোলনে শ্রম ও আবেগ জড়িত। প্রশাসনের সঙ্গে কোনো সংঘর্ষ নয়—সহযোগিতার মাধ্যমে আমরা দাবি আদায় করতে চাই।”
গত রোববার থেকে শুরু হওয়া আন্দোলনে শিক্ষকরা ক্লাসে প্রবেশ বন্ধ রেখে অফিস বা লাউঞ্জে অবস্থান করছেন। তাদের আন্দোলনের প্রধান দাবি—
-
২০% বাড়িভাতা বাস্তবায়ন
-
১,৫০০ টাকা মেডিকেল ভাতা
-
৭৫% উৎসব ভাতা
সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে
অধ্যক্ষ দেলাওয়ার আজিজী জানিয়েছেন, বৃহস্পতিবারের কর্মসূচির অংশ হিসেবে দাখিলসহ সব স্তরের পরীক্ষা ও ক্লাস স্থগিত থাকবে।
তিনি আরও বলেন,
“সরকার প্রজ্ঞাপন না দিলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা পাঠদান শুরু করব না যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হয়।”
পুলিশি বাধার পর উত্তেজনা বৃদ্ধি
গত সোমবার আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেওয়ার সময় পুলিশি বাধার মুখে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি—আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে, তবে সরকারের লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তা শেষ হবে না।
‘মার্চ টু যমুনা’ কর্মসূচির তাৎপর্য
শিক্ষক নেতারা জানিয়েছেন, ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি মূলত সরকারের দৃষ্টি আকর্ষণের প্রতীকী আন্দোলন। এটি শাহবাগ থেকে যমুনা নদী পর্যন্ত প্রতীকী পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে, যা এমপিওভুক্ত শিক্ষকদের ঐক্য ও দাবির প্রতিশ্রুতি প্রকাশ করবে।

কোন মন্তব্য নেই