বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফার্মগেটে ডিএনসিসির উচ্ছেদ অভিযান



রাজধানীর ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান শুরু করে ডিএনসিসির কর্মীরা। এক্সকাভেটরের সাহায্যে তারা সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেন। অভিযানে পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ফার্মগেট’ ব্যানারে সরকারি বিজ্ঞান কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা ‘ফুটপাত দখলমুক্ত করো’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’সহ নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সামনে অবৈধ দোকানপাট, অস্থায়ী বাজার ও পার্কিংয়ের কারণে ফুটপাত দখল হয়ে পড়েছে, ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্পিড ব্রেকার না থাকায় দ্রুতগতিতে যানবাহন চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন।
২. ফুটপাত থেকে অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও ভবঘুরেদের উচ্ছেদ।
৩. ‘নো পার্কিং জোন’ কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ।
৪. সড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা।
৫. নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

ডিএনসিসির ওয়ার্ড সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযান চালানো হয়েছে। ফুটপাত ও সড়ক দখল করে থাকা সব দোকান উচ্ছেদ করা হয়েছে।”

তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আক্কাস আলী বলেন, “এটি মূলত সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। আমরা নিরাপত্তার দায়িত্বে ছিলাম, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।”

কোন মন্তব্য নেই