১০% কমবে জ্বালানি খরচ, জানালো বিশ্বব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১০% কমবে জ্বালানি খরচ, জানালো বিশ্বব্যাংক


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

২০২৬ সালে ব্যারেলপ্রতি তেলের দাম নামবে ৬০ ডলারে — ১০% কমবে জ্বালানি খরচ, জানালো বিশ্বব্যাংক

টাইমস এক্সপ্রেস ২৪

২ নভেম্বর ২০২৫, রবিবার | দুপুর ১২:০২ টা

বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী ২০২৬ সালে বৈশ্বিক জ্বালানি তেলের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসতে পারে, যা বর্তমানে প্রায় ৬৮ ডলার

সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন ‘কমোডিটি মার্কেটস আউটলুক অক্টোবর ২০২৫’ অনুযায়ী, জ্বালানি তেলের দামের এই পতন বিশ্ববাজারে কৃষি ও খাদ্যপণ্যের দামে প্রায় ৭ শতাংশ পর্যন্ত হ্রাস ঘটাতে পারে।

বিশ্বব্যাংক বলছে, দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, তেল সরবরাহ বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ২০২৫ ও ২০২৬ উভয় বছরেই বিশ্ববাজারে পণ্যের দাম ৭ শতাংশ কমবে। এতে ২০২৬ সাল হবে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে নিম্নমূল্যের সময়

প্রতিবেদনে আরও বলা হয়েছে,

  • ২০২৫ সালে জ্বালানির দাম কমবে ১২%,

  • ২০২৬ সালে আরও ১০% কমবে,

  • তবে ২০২৭ সালে তা আবার প্রায় ৬% বাড়বে।

চীনে তেলের ব্যবহার স্থবির হওয়া এবং বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের জনপ্রিয়তা বৃদ্ধিও এই দাম কমার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গিল বলেন,

“জ্বালানি তেলের দামের পতন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক ভূমিকা রাখছে। তবে এই স্বস্তি স্থায়ী হবে না। এখনই দেশগুলোর উচিত আর্থিক খাত সুশৃঙ্খল করে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে মনোযোগ দেওয়া।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে —

  • ২০২৫ সালে খাদ্যদ্রব্যের দাম ৬.১% এবং ২০২৬ সালে ০.৩% কমতে পারে।

  • সোনা ও রুপার দাম বৃদ্ধি অব্যাহত থাকবে, যেখানে ২০২৫ সালে সোনার দাম ৪২% পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • কফি, কোকো ও সারের দামে ওঠানামা দেখা যাবে, তবে ২০২৬ সালে সারের দাম কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের উপ-প্রধান অর্থনীতিবিদ আয়হান কোস বলেন,

“তেলের দাম কমলে উন্নয়নশীল অর্থনীতিগুলোর জন্য প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির সুযোগ তৈরি হয়। ব্যয়বহুল জ্বালানি ভর্তুকি অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ করা যেতে পারে, যা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়াবে।”

কোন মন্তব্য নেই