ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বিবেচনায় সরকার: বাংলাদেশ ব্যাংক
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক: সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “যদি ছোট ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারের সামর্থ্যের মধ্যে তাদের পরিস্থিতি বিবেচনা করা হতে পারে।”
তিনি জানান, শেয়ারবাজারের মাধ্যমে এসব ব্যাংকে বিনিয়োগ করা ছোট বিনিয়োগকারীদের উদ্বেগ সরকার গুরুত্ব সহকারে দেখছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার চাইলে প্রচলিত হিসাববিধির বাইরে গিয়ে সহানুভূতিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরিফ হোসেন খান আরও জানান, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এই একীভূতকরণ অনুমোদন দিয়েছে।
নতুন ব্যাংক গঠনে প্রথমে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম নিবন্ধক (আরজেএসসি)-এর অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করা হবে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

কোন মন্তব্য নেই