এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইলের প্রথম প্রান্তিকে আয় কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইলের প্রথম প্রান্তিকে আয় কমেছে

 

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইলের প্রথম প্রান্তিকে আয় কমেছে

তারিখ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ৯:০১


পুঁজিবাজার সংবাদ: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


প্রান্তিকভিত্তিক আর্থিক সারাংশ (জুলাই–সেপ্টেম্বর ২০২৫):

সূচক২০২৫ সালের প্রথম প্রান্তিক২০২৪ সালের প্রথম প্রান্তিক
শেয়ার প্রতি আয় (EPS)০.০২ টাকা০.০৬ টাকা
শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS)১৩.৩১ টাকা-


প্রতিবেদন অনুযায়ী, এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল–এর শেয়ার প্রতি আয় (EPS) আগের বছরের তুলনায় কমেছে প্রায় ৬৭ শতাংশ
বিশ্লেষকদের মতে, রপ্তানি আদেশ হ্রাস ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা কমেছে।


মূল তথ্যসংক্ষেপ:

  • প্রতিষ্ঠান: এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড

  • সময়কাল: জুলাই–সেপ্টেম্বর ২০২৫

  • EPS: ২ পয়সা

  • NAVPS: ১৩ টাকা ৩১ পয়সা



এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিকে আয় কমেছে | ML Dyeing Q1 Financial Report 2025
এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ২০২৫ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা, আগের বছর ছিল ৬ পয়সা।
এমএল ডাইং, ML Dyeing, আর্থিক প্রতিবেদন, পুঁজিবাজার সংবাদ, textile company Bangladesh, EPS 2025, NAVPS

কোন মন্তব্য নেই