ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬৩ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬৩ কোটি টাকা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬৩ কোটি টাকা

টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১০


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে।

বাজার খোলার পর প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে মোট ২৬৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।


সূচকের অবস্থান (দুপুর ১২টা পর্যন্ত)

সূচকের নামপরিবর্তন (পয়েন্ট)বর্তমান অবস্থান
ডিএসইএক্স⬆️ ৮.৩৫৫,১৩০
ডিএসইএস (শরিয়াহ)⬆️ ১.২৩১,০৮৩
ডিএস৩০⬆️ ২.১৭১,৯৮৯

বাজারের সারাংশ

এদিন মোট ৩৯৩টি কোম্পানির মধ্যে —

  • দাম বেড়েছে: ১৭৩টি

  • দাম কমেছে: ১৩৪টি

  • অপরিবর্তিত রয়েছে: ৮৬টি


 সারমর্ম

ডিএসইতে আজ সকালের লেনদেন শুরু থেকেই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সূচক ও লেনদেন উভয়ই বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।

কোন মন্তব্য নেই