মঙ্গলবার লেনদেনে ফিরছে ৫ কোম্পানি
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক: রেকর্ড ডেটের কারণে সোমবার (১০ নভেম্বর) লেনদেন বন্ধ থাকা ৫টি তালিকাভুক্ত কোম্পানি মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পুনরায় লেনদেনে ফিরবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো—
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড,
বিএসআরএম স্টিল লিমিটেড,
বিএসআরএম লিমিটেড,
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, এবং
অ্যাপেক্স ট্যানারী লিমিটেড।
রেকর্ড ডেটের কারণে সোমবার এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ ছিল। এদিন যাদের নামে কোম্পানিগুলোর শেয়ার ছিল, তারা ২০২৫ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ (ডিভিডেন্ড) পাওয়ার যোগ্য হবেন।

কোন মন্তব্য নেই