কুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতে ডেপুটেশন (OKP-5)–এ নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কুয়েতে দায়িত্ব পালন করতে হবে।
প্রাথমিক নিয়োগকাল নির্ধারিত হয়েছে তিন বছর।
পদসংক্রান্ত তথ্য
পদের নাম: নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে
-
ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি (উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি বা জিপিএ ২.৭)।
অভিজ্ঞতা:
নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার:
আরবি ভাষায় দক্ষ প্রার্থী অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা কোর্স সম্পন্ন/চলমান প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স ও শারীরিক যোগ্যতা
-
সর্বোচ্চ বয়স: ৪৫ বছর
-
উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
-
স্থূলতা: বর্জিত
-
সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন–ভাতা
-
মূল বেতন: ৮৭৭ কুয়েতি দিনার (KWD)
-
বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ ৪৮ হাজার টাকা (১ কেডি ≈ ৩৯৭ টাকা ধরে)।
আবেদনের নিয়ম
প্রার্থীকে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে, স্বহস্তে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
সঙ্গে স্ক্যান কপি ইমেইলে পাঠাতে হবে এই ঠিকানায়:
আবেদনের ঠিকানা:
পরিচালক, চিকিৎসা পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস।
আবেদন ফি:
২০০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)।
আবেদনের শেষ সময়
১৮ নভেম্বর ২০২৫
কোন মন্তব্য নেই