গাজরের হালুয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজরের হালুয়া

মিষ্টি খাবার যে কোনো সময় সবার খুব পছন্দের। সামনেই শীতের শুরু,বিভিন্ন হালুয়ার মধ্যে গাজরের হালুয়া অনেক বেশি ভিন্ন ও স্বুসাদু। আসুন দেখে নিই মজাদার গাজরের হালুয়ার রেসিপি।   

উপকরণ :

ঘি ১ টেবিল চামচ,
চিনি ১/২ কাপ,
দুধ ২ কাপ,
খেজুর কুচি ৩/৬ কাপ,
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ,
কাজুবাদাম কুচি ৮-১০ টি,
কাঠবাদাম কুচি ৮-১০ টি,
খোয়া ১/২ কাপ,
গাজর কুচি ১/২ কেজি।


প্রণালি :

প্রথমে একটি প্যানে ঘি দিয়ে এতে গাজর কুচি দিয়ে দিন।ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট গাজর রান্না করুন।এবার গাজর কুচির সাথে চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন।তারপর এতে দুধ মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন।এরপর এতে খেজুর কুচি, এলাচ গুঁড়ো, কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি, মাওয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন।এবার এটি ১০-১৫ মিনিট বা পানি না শুকানো পর্যন্ত রান্না করুন।বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।

কোন মন্তব্য নেই