হুয়াওয়ের আসন্ন মেট ১০, আইফোন, স্যামসাংকে পিছনে ফেলবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হুয়াওয়ের আসন্ন মেট ১০, আইফোন, স্যামসাংকে পিছনে ফেলবে


এই মাসের মাঝামাঝি সময়ে  আইফোন এবং স্যামসাং এর নতুন মোবাইলের দেখা মেলবে। তবে তাদেরকে হার মানাতে যাছে  হুয়াওয়ের আসন্ন ফ্লাগশিপ মেট ১০!!!

এইটাই  দাবি করছে চীন ভিত্তিক হুয়াওয়ের মোবাইল  নির্মাতারা । হুয়াওয়ের দাবি, আসন্ন এই মোবাইলটি হবে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন।
এটিতে  ব্যবহার করা হয়েছে কিরিন ৯৭০ প্রসেসর যা বাজারে থাকা অন্যান্য মোবাইল থেকে ২০ গুণ দ্রুত কাজ করতে সক্ষম। তাছাড়া মোবাইলটি এর ব্যবহারকারীকে বুঝবে।

আসন্ন এই মোবাইলটিতে প্রথমবারের মতো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পন্ন বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। ফলে তাৎক্ষণিক ভাষা অনুবাদ, ছবি সনাক্তসহ আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে এতে। এমন টি শোনা যাছে। 

এই ফোনটি হবে বেজেললেস ডিসপ্লের হবে ৬ ইঞ্চির ফুল এইচডি।ডিসপ্লে থাকবে  ফোনের পুরোটা জুড়েই । ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা।  হুয়াওয়ের নিজস্ব কোয়াডকোর কিরিন প্রসেসর  থাকছে ফোনটিতে । ৪ জিবি র‌্যাম ও  ৬৪ জিবি রম থাকছে। ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। 


বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, আপনি যদি স্যামসাং এবং অ্যাপলের সঙ্গে আমাদের এই ফোনটির তুলনা করেন তবে আমরা এগিয়ে থাকব। এই ফোনটি ব্যবহার করে দ্রুত গতির মোবাইল চালানোর অভিজ্ঞতা পাবেন এবং এর ব্যাটারির চার্জ অন্যান্যদের থেকে বেশি থাকবে।
এদিকে হুয়াওয়ের আসন্ন এই মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটিতে বেজেল-লেস ডিসপ্লে থাকবে।
উল্লেখ্য, অক্টোবরের ১৬ তারিখে জার্মানির মিউনিখে অনুষ্ঠানের মধ্য দিয়ে হুয়াওয়ের এই মোবাইলটির উন্মোচিত করা হবে।


খবর :প্রিয়.কমথেকে সংগৃহীত 

কোন মন্তব্য নেই