পঞ্চম আসরের শিরোপা জিতলো রংপুর
প্রথমবার বিপিএলের শিরোপা জিতল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।এবারই প্রথম ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হলো। জয়ের ফলে রংপুর ২ কোটি টাকা আর রানার্স আপ ঢাকা ৭৫ লাখ টাকা পায়।
তারকায় ঠাসা দুই দলের ফাইনাল ঘিরে ম্যাচের আগে ছিল উত্তেজনা। কিন্তু ম্যাচে রোমাঞ্চের সবটুকু শুধুই গেইলের ব্যাটে। একতরফা ফাইনালে মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। হারাল ৫৭ রানে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গেইলের অপরাজিত সেঞ্চুরিতে রংপুর তোলে ২০ ওভারে ২০৬ রান। ঢাকা করতে পারে ১৪৯ রান।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ৫৭ রানের জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে রংপুর শিবির। নতুন চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমমজাট টি-২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা নামলো।
অধিনায়ক হিসেবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মাশরাফি। বিপিএলের পাঁচ আসরের চারবারই তিনি শিরোপা জয়ী অধিনায়ক!
রংপুর রাইডার্স: ২০ ওভারে ২০৬/১(চার্লস ৩, গেইল ১৪৬*, ম্যাককালাম ৫১*; মোসাদ্দেক ০/৩২, সাকিব ১/২৬, নারাইন ০/১৮, আফ্রিদি ০/২৮, আবু হায়দার ০/২৬, খালেদ ০/৩৯, পোলার্ড ০/৩৩)।
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৪৯/৯ (মারুফ ০, লুইস ১৫, ডেনলি ০, সাকিব ২৬, পোলার্ড ৫, জহুরুল ৫০, মোসাদ্দেক ১, আফ্রিদি ৮, নারাইন ১৪, আবু হায়দার , খালেদ ; মাশরাফি ১/২৫, সোহাগ ২/৩২, রুবেল ১/২৮, বোপারা ১/২১, উদানা ২/২৫, অপু ১/২৫, গেইল ০/২)।
ফল: রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ক্রিস গেইল



কোন মন্তব্য নেই