বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে



গত নভেম্বরে বিশ্ববাজারে কিছুটা কমেছে খাদ্যপণ্যের দাম।নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় খাদ্যপণ্যের দাম সার্বিকভাবে কমেছে। কিছু খাদ্যের সরবরাহ ভালো থাকায় এই প্রভাব পড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রতিবেদনে দেখা যায়, নভেম্বর মাসে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৭৫ দশমিক ৮ পয়েন্টে। এটি আগের মাস অক্টোবর থেকে শূন্য দশমিক ৫ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

সবশেষ তথ্য মতে, পাঁচ ধরনের খাদ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে। ব্রাজিল থেকে পণ্যটির সরবরাহ কম থাকায় পণ্যটির সূচক বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ।আর ভোজ্য তেলের দাম বাড়ার কারণ হিসেবে বলা হয়, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্যটির উপর প্রভাব ফেলেছে। নভেম্বরে ভোজ্য তেলের মূল্যসূচক বেড়েছে ১ দশমিক ২  শতাংশ। তবে আগামীতে মালয়েশিয়ায় পাম তেলের মজুদ ভালো থাকার পূর্বাভাসে পণ্যটির দাম কমেছে।



এফএও জানায়, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু অঞ্চলে ভুট্টা উৎপাদন বাড়ায় এ বছর খাদ্যশস্যের মোট উৎপাদন হবে ২ হাজার ৬২৭ মিলিয়ন টন, যা সংস্থার অক্টোবরের পূর্বাভাসের চেয়ে ১৩.৪ মিলিয়ন টন বেশি।




সংস্থাটি বলছে, ২০১৭-১৮ বছরে বিশ্বব্যাপী দানা জাতীয় খাদ্যের সরবরাহ ভালো থাকবে।

কোন মন্তব্য নেই