বন্ধ করে দেওয়া হবে ডিজেল এবং পেট্রলচালিত গাড়ি ফ্রান্সের পার্লামেন্টে নতুন একটি আইন
ফ্রান্সের পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করা হয়েছে। যে আইনে বলা হয়েছে যে, ফ্রান্স এর মূল ভূখণ্ড এবং বিশ্বের অন্যান্য জায়গার যেখানে ফ্রান্সের নিয়ন্ত্রণ আছে সেসব অঞ্চলে আগামী ২০৪০-র মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন এবং যোগান পুরোপুরি বন্ধ করতে হবে। এই আইনে আরও একটি বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে যে, ড্রিলিংয়ের পারমিট যাদের কাছে রয়েছে সেগুলি নতুন করে আর পুনর্নবায়ন করা হবেনা। পাশাপাশি নতুন কাউকে লাইসেন্সও দেওয়া হবেনা। উল্লেখ্য ফ্রান্স প্রতি বছর প্রায় ৮ লাখ ১৫ হাজার টন তেল আমদানি করে।
সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠছে কীভাবে দেশে তেলের যোগান হবে? এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি এবং পরমাণু জ্বালানি থেকে বেরিয়ে পুনর্নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রবেশ করবে ফ্রান্স। ২০৪০-এর মধ্যে বন্ধ করে দেওয়া হবে ডিজেল এবং পেট্রলচালিত গাড়ি।

কোন মন্তব্য নেই