গরুই হবে পৃথিবীর বৃহত্তম স্থলচর! ২০০ বছর পরে এমন তাই হতে পারে। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গরুই হবে পৃথিবীর বৃহত্তম স্থলচর! ২০০ বছর পরে এমন তাই হতে পারে।



ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর জীববিজ্ঞানী ফেলিসা স্মিথের নেতৃত্বাধীন গবেষক দল জানিয়েছেন, আগামী ২০০ বছরের মধ্যে সম্ভবত গরুই হতে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী স্থলচর। ‘সায়েন্স’ পত্রিকায় গত বৃহস্পতিবার এই বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।তাতে বলা হয়েছে, শুধু প্রাকৃতিক দুর্যোগেই যে পৃথিবী থেকে বড় আকারের স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গিয়েছে, তা নয়। এর পেছনে মানুষ একটা বড় কারণ।


গবেষকরা জানান, ঠিক যে সময় থেকে আধুনিক মানুষের পূর্বপুরুষ হোপো সেপিয়েন্স-এর আবির্ভাব হয়, তার পর থেকেই ধীরে ধীরে মুছে যেতে থাকে ম্যামথ, গ্লিপটোডন, স্মিলোডনের মতো বৃহদাকার প্রাণীরা। তবে তার মানে এই নয় যে, কোনও প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সেই প্রজাতির প্রত্যেকটি প্রাণীকে মানুষ ধরে ধরে হত্যা করেছে। একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণী বছরে যতগুলি করে জন্মায়, তার চেয়ে বেশি মারা গেলেও, কয়েকশো বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে। আর বৃহদাকার স্তন্যপায়ী প্রাণীর জন্মেও অনেকটা সময় লাগে। যেমন একটি হাতির বাচ্চা তার মায়ের গর্ভে বেড়ে উঠতে ২ বছর সময় নেয়।

কোন মন্তব্য নেই