স্যাটেলাইট ও রকেট ঠিক আছে : স্পেসএক্স
ক্ষণ গণনা শুরু হলেও শেষ মুহূর্তে এসে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। অনেক অপেক্ষা আর উত্তেজনার মধ্যে কোটি মানুষ অপেক্ষা করছিল ইতিহাসের সাক্ষী হওয়ার। তাদের অপেক্ষা আরেকটু দীর্ঘ হলো।
যুক্তরাষ্ট্র সময় ৪টা ১২ মিনিট (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১২ মিনিট) এই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সময় নির্ধারিত ছিল।
এ বিষয়ে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স জানিয়েছে- গ্রাউন্ড সিস্টেমে হয়তো সামান্য ত্রুটি দেখা দিয়েছে। তাই এটা উৎক্ষেপণের তারিখ একদিন পেছানো হয়েছে। তবে স্যাটেলাইট ও রকেট ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই।
এদিকে, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের নতুন সময় ঠিক করা হয়েছে বলে স্পেসএক্সের ওয়েবসাইটের সরাসরি সম্প্রচারে বলা হয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, ‘স্যাটেলাইটের সব কিছু কম্পিউটার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলে, মানুষের কোনো হাত থাকে না। উৎক্ষেপণকালে কম্পিউটার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে টেস্ট করে হঠাৎ দেখা যায় কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। সে জন্য তারা এটি স্থগিত করেছে।’
তিনি আরও বলেন, ‘ভালো খবর হল, এখানে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন- স্যাটেলাইট ও রকেট ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। গ্রাউন্ড সিস্টেমে হয়তো সামান্য ত্রুটি দেখা দিতে পারে।’
ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘এটা নতুন কোনো ঘটনা না, এখানে এর আগেও কিছু স্যাটেলাইট ছয়বারের মাথায় উৎক্ষেপণ করতে হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য আগামী (শুক্রবার দিবাগত রাত) আরেকটি তারিখ দিয়েছে। আশা করি শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ হবে।’

কোন মন্তব্য নেই