মেঘনায় লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেঘনায় লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার



চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি মিলিনিয়াম নামে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এসময় জাহাজটির ১২জন নাবিককে জীবীত উদ্ধার করা হয়েছে। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত জানান, চট্টগ্রাম থেকে ওই জাহাজটি ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে চরের কাছাকাছি স্থান দিয়ে যাবার সময় পাশে এমভি সাফাতুন হক-২ নামে আরেকটি জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ ঘটনার কিছুক্ষণ পর ক্লিংকারবোঝাই জাহাজটি আস্তে আস্তে নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে হাইমচর থানা পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা ‘এমভি তাকওয়া’ লঞ্চ নিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে। 


সূত্র

কোন মন্তব্য নেই