ইউএসএইড প্রধান আসছেন আজ
বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডে ১১ দিনের সফরের শুরুতে আজ ঢকায় আসছেন মার্কিন সহযোগিতা সংস্থা ইউএসএইড’র প্রধান (অ্যাডমিনিস্ট্রেটর) মার্ক গ্রিন। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন সংস্থার এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপসহকারী অ্যাডমিনিস্ট্রেটর গ্লোরিয়া স্টিল ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, অভিবাসন এবং শরণার্থী বিষয়ক উপসহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা।
ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবস্থানকালে মার্ক গ্রিন কক্সবাজারের বিভিন্ন স্থান, যেখানে যুক্তরাষ্ট্র সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাসহ ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা দিচ্ছে, সেসব স্থান পরিদর্শন করবেন।
এছাড়া তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, মিয়ানমারে তরুণ নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি রাখাইন রাজ্যসহ মিয়ানমারের অন্যান্য অঞ্চলে সহিংসতা ও সঙ্কট চিহ্নিত করণে প্রয়োজনীয় ধাপসমূহ আলোচনা করতে দেশটির সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন মার্ক গ্রিন।
পরে তিনি ইউএসএইডের এশিয়া অঞ্চলের মিশন প্রধানদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য ২১ থেকে ২২ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করবেন।
TE

কোন মন্তব্য নেই