আজ থেকে রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ফিরতি টিকিট বিক্রি শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ থেকে রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ফিরতি টিকিট বিক্রি শুরু




 রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ফিরতি টিকিট আজ মঙ্গলবার থেকে বিক্রি শুর্ব হবে। একইদিনে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। মহানগরের শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারগুলোর পৰ থেকে এ তথ্য জানানো হয়েছে।


হানিফ এন্টারপ্রাইজের রাজশাহী কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ খোকন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ঈদের ফিরতি টিকিট বিক্রি শুর্ব হবে ১২ জুন সকাল থেকে। কাউন্টারের পাশাপাশি একই সঙ্গে অনলাইনে তাদের টিকিট পাওয়া যাবে।
একই তথ্য দিয়ে রাজশাহী ন্যাশনাল ট্রাভেলসের টিকিট বিক্রেতা তুহিনুল ইসলাম জানান, ঈদের পর রাজশাহী থেকে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়বে। তখনকার কথা মাথায় রেখে এবার তারাও ১২ জুন থেকে ঈদের আগাম ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুর্ব করবেন। সঙ্গে তাদের অনলাইন সার্ভিসও চালু থাকবে।
এছাড়া রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস, শ্যামলী পরিবহন, গ্রামীণ ট্রাভেলস, তুহিন ও একতা পরিবহন কর্তৃপৰও একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তবে দেশ ট্রাভেলস এরই মধ্যে অনলাইনে ঈদের আগাম ফিরতি টিকিট ছেড়েছে। ঈদের আগের দিন পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।
TE/SS

কোন মন্তব্য নেই