হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী



ভোরে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে বাঁ পায়ের হাড় ভেঙে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, তিনি ভোরে একা হাঁটতে বেরিয়েছিলেন। বৃষ্টি হওয়ায় পিচ্ছিল রাস্তায় পড়ে যান তিনি।


এতে তার বাঁ পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে।পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে বলে জানান তিনি।


TE

কোন মন্তব্য নেই