রাজশাহীতে পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে পুলিশ একাডেমিতে অগ্নিকাণ্ড

বাংলাদেশ পুলিশ একাডেমী ক্যাডেট ব্যারাকের নীচতলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ৬৫ ক্যাডেটের শিক্ষাসনদসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। শনিবার সকালে ঘটনার পর তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।



রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, ‘শনিবার সকালে একাডেমীর ক্যাডেট ব্যারাকের নীচতলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই কক্ষের কিছু কাগজপত্রসহ মালামাল পুড়ে গেছে।’

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ একাডেমীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দীনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব ও পুলিশ একাডেমির সহকারী সুপার প্রদ্বীপ কুমার দাস জানান, ‘পাঁচ সদস্যের কমিটি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা তদন্ত করে দেখা হবে অগ্নিকান্ডের কারণ ও কি পরিমান ক্ষতি হয়েছে।’



তিনি আরও বলেন, ‘ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার ওপরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও ৬৫ ক্যাডেটের শিক্ষাসনদসহ বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।’


কোন মন্তব্য নেই