‘ইদলিবে সেনা উপস্থিতি জোরদার করবে তুরস্ক’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ সিরিয়ার ইদলিব প্রদেশে আরো সেনা মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে সোমবার এক চুক্তিতে পৌঁছার পর তিনি গতকাল একথা বললেন।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে চাভুসওগ্লু বলেন, “আমাদের বাড়তি সেনার প্রয়োজন তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলে বিরুদ্ধে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে।”
চাভুসওগ্লু বলেন, ইদলিবের বেসামরিক বাফার জোন থেকে ১৫ অক্টোবরের মধ্যে ভারী অস্ত্রগুলো প্রত্যাহার করা হবে। তিনি জোর দিয়ে বলেন, সেখানে বেসামরিক লোকজন থাকবে, শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরিয়ে নেয়া হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইদলিবের সঙ্গে আলেপ্পো, রাজধানী দামেস্ক এবং ভূমধ্যসাগরীয় উপকূলের সঙ্গে সংযুক্ত সড়কগুলোকে চলতি বছরের শেষ নাগাদ খুলে দেয়া হবে। রাশিয়ার সোচি শহরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।
কোন মন্তব্য নেই