নতুন চুক্তিতে পৌঁছেছে দুই কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন চুক্তিতে পৌঁছেছে দুই কোরিয়া



উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেছে। উত্তর  কোরিয়ার নেতা কিম জং উন এবং পিয়ংইয়ং সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে একান্ত বৈঠকের পর তারা এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

দুই নেতা আজ (বুধবার) বলেছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র ও পরমাণু ঝুঁকি মুক্ত ভূমিতে পরিণত করার জন্য তারা সম্মত হয়েছেন। বৈঠকের পর পর কিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মুন জায়ে-ইন বলেন, “যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে। আজ উত্তর ও দক্ষিণ কোরিয়া পুরো কোরীয় উপদ্বীপ থেকে সব রকমের ঝুঁকি দূর করার সিদ্ধান্ত নিয়েছে।” ‌তিনি বলেন, “সংশ্লিষ্ট দেশগুলোর বিশেষজ্ঞদের উপস্থিতিতে কিম জং উন স্থায়ীভাবে তংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দিতে রাজি হয়েছেন।”

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরো জানান, উত্তরের নেতা কিম জন ইয়ংবিয়ন পরমাণু স্থাপনাও বন্ধ করে দিতে রাজি হয়েছেন তবে তিনি শর্ত দিয়েছেন আমেরিকাকে অনুরূপ পদক্ষেপ নিতে হবে। অবশ্য কিম আমেরিকার কাছ থেকে কী ধরনের পদক্ষেপ আশা করেন তা স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই