আজ ২৯শে সেপ্টেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ২৯শে সেপ্টেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল



দিবস












ঘটনা


  •     ১৩৯৯ সালের এই দিনে দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
  •     ১৪৪৮ সালের এই দিনে প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  •     ১৫২১ সালের এই দিনে তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
  •     ১৭৬০ সালের এই দিনে রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
  •     ১৮২৯ সালের এই দিনে পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
  •     ১৮৯২ সালের এই দিনে প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
  •     ১৯০৬ সালের এই দিনে মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
  •     ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।
  •     ১৯২২ সালের এই দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
  •     ১৯২৯ সালের এই দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
  •     ১৯৩৫ সালের এই দিনে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
  •     ১৯৩৯ সালের এই দিনে পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
  •     ১৯৩৯ সালের এই দিনে ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
  •     ১৯৮৮ সালের এই দিনে মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
  •     ১৯৯২ সালের এই দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
  •     ১৯৯২ সালের এই দিনে আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।


জন্ম


  •     ১৫৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিগেল দি সের্ভান্তিস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক।
  •     ১৫৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিগুয়েল ডি কারভেনটেস, তিনি ছিলেন স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।
  •     ১৭২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।
  •     ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনরিকো ফের্মি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিদ।
  •     ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।
  •     ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিতা একবার্গ, তিনি ছিলেন সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
  •     ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলভিও বেরলুসকোনি, তিনি ছিলেন ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।
  •     ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেস ওয়ালেসা, তিনি নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।
  •     ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মমিনুল ‘সোহরাব’ হক, তিনি সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

  •     ১৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিল জোলা, তিনি ছিলেন ফরাসী ঔপন্যাসিক।
  •     ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডব্লিউ এইচ অডেন, তিনি ছিলেন একজন অ্যাংলো-আমেরিকান কবি।

কোন মন্তব্য নেই