পালানোর পথ নেই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পালানোর পথ নেই



একটি মোটরসাইকেল। এক পাশে টানছে পুলিশ। আরেক পাশে চালক। এ যেন অদ্ভুত এক মল্লযুদ্ধ। যুদ্ধটি হয়েছে গতকাল মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে।

ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে গতকাল অভিযান চলছিল। এসময় পুলিশের সিগনাল অমান্য করে পালিয়ে যেতে চায় এই মোটরসাইকেলটির চালক। এতে বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সাথে চলে টানাটানি। পরে তাকে আটক করে পুলিশ।

এ সময় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মন্তব্য করেন, চারদিকে অভিযান চলছে। মানুষও আগের চেয়ে সচেতন হয়েছে। এখন আর পালানোর পথ নেই।

শিক্ষার্থীদের দেশ কাঁপানো নিরাপদ সড়ক আন্দোলন। এরপর আইন সংশোধন, বিশেষ ট্রাফিক সপ্তাহ। চলছে অভিযান–কখনো ট্রাফিক পুলিশ, কখনো বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে নগরীর বিভিন্ন স্থানে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অভিযান চলছে। তারা ফিটনেসবিহীন গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখছেন।

এর মধ্যেও চলছে ফিটনেসবিহীন গাড়ি। আছে কিশোর চালক। তাদের অনেকের লাইসেন্স নেই। তবে অভিযান সংশ্লিষ্টরা বলছেন, অভিযানের ফলে চালক–মালিকরা আগের চেয়ে সচেতন হয়েছেন। অধিকাংশ গাড়ির কাগজপত্র ঠিক পাওয়া যাচ্ছে। তল্লাশিতে যেসব গাড়ির কাগজপত্র ঠিক পাওয়া গেছে সেসব গাড়ির চালকদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গতকাল নগরীর বাদামতল মোড় এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এবং এ কে খান গেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দিনব্যাপী চলা এই অভিযানে ৫৮টি মামলায় ১ লাখ ৩১ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১৯টি গাড়ির কাগজ জব্দ এবং ১৪টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কোন মন্তব্য নেই