রাজশাহীজুড়ে জুয়াড়ু সিন্ডিকেটের সন্ত্রাসী হামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীজুড়ে জুয়াড়ু সিন্ডিকেটের সন্ত্রাসী হামলা

অস্ত্রসহ গ্রেপ্তার ‍দুই

শান্ত রাজশাহী নগরী ক্রমশই অশান্ত হয়ে উঠছে। মাদক ও জুয়া পরিচালনা সিন্ডিকেটের স্বশস্ত্র সন্ত্রাসীগ্রুপের সদস্যরা এই শান্তির শহরকে অশান্ত করে তুলছে। বুধবার নগরজুড়ে চলা জুয়ার আসরের সংবাদ প্রকাশ হওয়ায় সন্ত্রাসীগ্রুপ আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। 
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই সন্ত্রাসীগ্রুপের সদস্যরা সংবাদ প্রকাশের সাথে জড়িত সন্দেহভাজনদের এলাকায় গিয়ে শ্বসস্ত্র আক্রমণ চালায়। এঘটনায় একজন গুলিবিদ্ধ হন ও অপরজনের মুখমন্ডল ঝলসে দেয়া হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে এঘনায় বোয়ালিয়া থানা পুলিশ দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সপুরা এলাকর আরিফুর রহামন (২৫) ও সবুজ (২৪)। 
সূত্র মতে বুধবার রাজশাহী বিভিন্ন এলকায় চলমান জুয়ার আসর বিষয়ে সংবাদ প্রকাশ করা হয় স্থানীয় একটি দৈনিক পতিকায়। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গণকপাড়া এলাকায় সেই সাংবাদিকের বাসায় স্বশস্ত্র আক্রমণ চালায় একদল সন্ত্রাসী। এসময় সাংবাদিকের বাড়ির জানালা-দরজা ভাঙা হয়।
পরে দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে সেই সাংবাদিকের সহযোগী অন্তরকে (২০) নগরীর অলোকার মোড় এলাকায় প্রকাশ্যে গুলি করা হয়। এতে অন্তর গুলিবিদ্ধ হয় ও অপর একজন আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় গুলি ও পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। 
এদিকে একই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার সকালে নগীর সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এক যুবকের শরীরে গরম পানি ছুড়ে ঝলসে দিয়েছে জুয়াড়ু শন্ত্রাসীরা। এ ঘটনায় আহত মোয়াজ্জেম হোসেন লিটনকে (৩২) রামেকের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মুখমন্ডল ঝলসে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত লিটন নগরীর সপুরা এলাকার এলাহী বক্সের ছেলে।
আহত লিটন জানায়, নগরের স্টেশন এলাকায় নিয়মিত জুয়ার বোর্ড। এ নিয়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে আমি সহযোগিতা করেছি এমন সন্দেহ করে জুয়াড়–দের এক সদস্য বাবু সকালে বাড়ি থেকে সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে ডেকে নিয়ে যায় আমাকে। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে রাজু, রিপন, বাবু ও তারেক মিলে মারধর করে। এক পর্যায়ে তারেক চায়ের দোকানের গরম পানি নিয়ে আমার মুখে ছুড়ে মারে। 
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, গোলাগুলির বিষয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড এলাকর ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই