সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা, ১১ শিশু নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা, ১১ শিশু নিহত



দুর্যোগ পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ার। দু’দফা ভূমিকম্পের পর এবার দেশটির সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১১ শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক শিশু। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর সুমাত্রায় তীব্র বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মান্দাইলিং নাতাল অঞ্চল।

বন্যায় সেখানকার অন্তত ২০টি বসতবাড়ি প্লাবিত হয়ে ধসে পড়েছে। স্থানীয় পুলিশ প্রধান ইরসান সিনুহাজি বলেন, বন্যায় আরো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। বন্যা দুর্গত অঞ্চলে কেউ নিখোঁজ হয়েছে কিনা তা যাচাই করে দেখছেন জেলার প্রধান। কেননা বন্যার পানিতে ১২টি বাড়ি পুরোপুরি ভেসে গেছে। এছাড়া আরো নয়টি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনুহাজি বলেন, শুক্রবার স্থানীয় সময় ৪ টার দিকে যখন বন্যার সৃষ্টি হয়, তখন সেখানকার  মুয়ারা সালাদি গ্রামের একটি স্কুলে ২৯ শিক্ষার্থী ক্লাস করছিলো। আকস্মিক বন্যায় তারা বন্দী হয়ে পড়ে। মান্দাইলিং নাতালের পুলিশ প্রধান জানিয়েছেন, তাদের ১১ জন নিহত হয়েছে। আরো একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবন থেকে উদ্ধারকর্মীরা আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। 




কোন মন্তব্য নেই