না ফেরার দেশে আইয়ুব বাচ্চু
এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল আইয়ুব বাচ্চু চলে গেছেন না ফেরার দেশে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এগিয়ে নেয়ার অন্যতম ভূমিকা পালনকারী অত্যন্ত জনপ্রিয় এ শিল্পীকে আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নেয়ার সময় তিনি অচেতন ছিলেন।
এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
২০১২ সালের ২৭ নভেম্বর বাচ্চু ফুসফুসে পানি জমার কারণে স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন।সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হন।
দেশের জনপ্রিয় এ শিল্পী চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন ১৯৬২ সালের ১৬ আগস্ট।

কোন মন্তব্য নেই