আফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫



আফগানিস্তানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন সেনাসহ ২৫ ক্রু ও আরোহী নিহত হয়েছেন।বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ফারাহপ্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি। খবর আলজাজিরা।
তিনি জানান, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাতপ্রদেশে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।মৃতদের মধ্যে পশ্চিম আফগানিস্তানের ডেপুটি সেনা কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক কাউন্সিলের প্রধান ছিলেন বলে জানান মেহরি।
প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহে বলেন, হেলিকপ্টারটি হেরাতপ্রদেশের পথে খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ের চূড়ায় আঘাত করেছে।অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, তাদের যোদ্ধাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

কোন মন্তব্য নেই