বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ২২ দেশের কোস্ট গার্ড প্রধানদের পুষ্পস্তবক অর্পণ
বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২২ দেশের কোস্টগার্ড প্রধানসহ ৬৯ প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বুধবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসার সামনে তার প্রতিকৃতিতে তারা এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রতিনিধি দলটি শ্রদ্ধাসহকারে কিছুক্ষণ নীরবতা পালন করে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিদেশি এ প্রতিনিধিরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিষয়গুলো ঘুরে দেখেন এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় অস্ট্রেলিয়ার কোস্টগার্ড প্রধান কমান্ডার পেটে লিভার উপস্থিত সাংবাদিকের বলেন, বাংলাদেশে আমার প্রথম সফর। তবে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে আমাদের নিয়মিত কাজ করা হয়। আসলে পুরো বিশ্বের কোস্টগার্ডের জন্য একই চ্যালেঞ্জ থাকে। আমরা সবাই মিলেমিশে সেটি নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত।
জাপানের কোস্টগার্ডের কমান্ডার অ্যাডমিরাল সুচি উনামি বলেন, চুক্তিবদ্ধ সব দেশের সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কোস্টগার্ড অনেক দক্ষ ও প্রফেশনাল, তাদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আগামীতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।

কোন মন্তব্য নেই