দেয়াল ভেঙে আকাশে উড়ল এয়ারইন্ডিয়ার উড়োজাহাজ
দক্ষিণ ভারতের ত্রিচি শহর থেকে দুবাইগামী এয়ারইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় বিমানবন্দরের দেয়াল ভেঙে ফেলেছে। পেছনের চাকার আঘাতে দেয়াল ভেঙে পড়লেও উড়োজাহাজটি চালিয়ে নিয়ে যান পাইলট। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
খবর বিবিসি।
দুর্ঘটনার পর ১৩০ যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে এয়ারইন্ডিয়ার উড়োজাহাজটি মুম্বাইয়ে নিরাপদে অবতরণ করে। তবে এ ঘটনার জন্য উড়োজাহাজের দুই পাইলটকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে বলে আকাশসেবা সংস্থাটি জানিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গতকাল ভোরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ত্রিচি বিমানবন্দর থেকে উড়াল দেয়ার সময় বিমানবন্দরের কর্মকর্তারা উড়োজাহাজটিকে সীমানা প্রাচীরে আঘাত করতে দেখেন। উড়োজাহাজটি দেয়ালে আঘাত করলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। বিষয়টি দায়িত্বরত পাইলটকে জানানো হলে, তিনি উড়োজাহাজের যন্ত্রপাতি স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানান। পরে মুম্বাইয়ে জরুরি অবতরণ করা হয়।
ঘটনাটি বিমান চলাচল নিয়ন্ত্রককে জানানো হয়েছে। তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে ভারতের জাতীয় আকাশসেবা সংস্থা এয়ারইন্ডিয়া।
ভারতের আকাশসেবা খাতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এ ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই ভারতের আরেক আকাশসেবা সংস্থা জেট এয়ারওয়েজের পাইলটের ভুলের কারণে ৩০ জনের বেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ে। উড়োজাহাজ আকাশে থাকার সময় পাইলট কেবিন প্রেসার নিয়ন্ত্রণের সুইচ চালু করতে ভুলে গেলে নাকে রক্তক্ষরণ ও মাথাব্যথার সমস্যা দেখা দেয় যাত্রীদের মধ্যে।

কোন মন্তব্য নেই