মৃত্যুর আগে আইয়ুব বাচ্চুর শেষ ফেসবুক স্ট্যাটাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মৃত্যুর আগে আইয়ুব বাচ্চুর শেষ ফেসবুক স্ট্যাটাস





দুদিন আগেই রংপুরে একটি কনসার্ট করে আসেন সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। আর সেটাই ছিল তার ফেসবুকের একেবারে শেষ আপডেট। যেখানে তিনি রংপুরে কনসার্টে তোলা কিছু ছবি শেয়ার করে লিখেন, 
Hats off #Rangpur
Love to #GB
Where there are musicians,
There are music.
See you soon again #Rangpur
Love you.
You were awesome tonight 
❤
এর আগে অক্টোবরের ১৩ তারিখেও চট্টগ্রামে একটি কনসার্টে ছবি শেয়ার করেন। তবে কিছুটা পেছনে গেলেই পাওয়া যাবে তার এক লাইন বা দু লাইনের কিছু পোস্ট।

যেমন, সেপ্টেম্বরের ২৯ তারিখে লিখেছেন, 
”বিচিত্র মানুষের মন ,
বিচিত্র মানুষের জীবন ।
আর যাই হোক অন্তত: পক্ষে বন্ধু তো চেনা যায় ।”
আবার সেপ্টেম্বর ২৬ তারিখ লিখেন, ”মানুষ ভীষণ আবেগপ্রবণ ।”
সেপ্টেম্বরের ৯ তারিখ লিখেছেন, ”কখন যে কার ভাগ্য বদলে যায়
সেই কথা তো কারো জানা নাই !”
এদিকে, সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর আইডি ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। মৃত কোন ব্যাক্তির আইডি রিমেম্বারিং করে রাখে ফেসবুক। সাধারণত আইডির সঙ্গে যুক্ত থাকা বন্ধু এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারী শুভাকাঙ্ক্ষীদের ‘আইডি মেমোরাইজড’ করার আবেদনের পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ মৃত ব্যাক্তির আইডিকে ‘রিমেম্বারিং’ করে।
ফেসবুক কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করার অপশন রয়েছে। এক্ষেত্রে ওই আইডির বন্ধু কিংবা অন্য ব্যবহারকারীদের আইডি মেমোরাইজড আবেদন লাগে। এরপর বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ আইডি ‘রিমেম্বারিং’ করে। 




কোন মন্তব্য নেই