দুর্দান্ত সেঞ্চুরি করা ইমরুলকে সাকিবের অভিনন্দন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুর্দান্ত সেঞ্চুরি করা ইমরুলকে সাকিবের অভিনন্দন



জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দুর্দান্ত সেঞ্চুরি করায় ইমরুল কায়েসকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়া। এরইমধ্যে মাঠে আলো ছড়িয়েছেন ইমরুল কায়েস। এক প্রান্ত আগলে থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার এই ওপেনার। 
৬৪ বলে হাফ সেঞ্চুরি করা ইমরুল পরের অর্ধশত করেন ৫৪ বলে। ১১৮ বলে ৩ ছক্কা ও ৮ চারের সাহায্যে শতরান পূরণ করেন তিনি। এটি তার একদিনের ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি। ইমরুলকে নিয়ে আইসিসি তাদের অফিসিয়াল পেজে এক টুইট বার্তায় বলেছেন, ঢাকায় ইমরুলের তৃতীয় শতক এটি। সেখানে কায়েসকে অভিনন্দন জানিয়েছেন আঙ্গুলের ইনজুরির কারণে দলের বাহিরে থাকা সাকিব আল হাসান। 

কোন মন্তব্য নেই