প্রথম দিন শেষে বাংলাদেশ ২৫৯/৫ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রথম দিন শেষে বাংলাদেশ ২৫৯/৫


ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ালো ২৫৯/৫। ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান (৫৫*) ও মাহমুদুল্লাহ রিয়াদ (৩১*)। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। টেস্ট অভিষেকেই দায়িত্বশীল ইনিংস উপহার দেন তরুণ বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থাকতে আউট হন তিনি। দলীয় ১৫১ রানের মাথায় ভাঙে সাদমান ও মোহাম্মদ মিঠুনের তৃতীয় উইকেট জুটি। ৫৭তম ওভারে লেগস্পিনার দেবেন্দ্র বিশুর বলের লাইন মিস করে বোল্ড হন মিঠুন (২৯)।

কোন মন্তব্য নেই