চামেলির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চামেলির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী


জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার অসুস্থ চামেলি খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যার পর রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তারা গিয়ে চামেলিকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন।
রাজশাহী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী বলেন, জেলা প্রশাসক ঢাকায় অবস্থান করার কারণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তারা ক্রিকেটার চামেলিকের সঙ্গে দেখা করে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেয়ার বার্তা পৌঁছে দেয়া হয়। এ সময় তারা চামেলির প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেতে জেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থা সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
প্যাডী আরও জানান, জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকে চামেলির ৫০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি আসে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী চামেলির চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টি জানানো হয় এবং চামেলির বিষয়ে প্রতিবেদন পাঠানো নির্দেশনা দেয়া হয়।
এর পর তারা চামেলির বাড়িতে গিয়ে বিষয়টি তাকে জানানো হয় এবং রাত ৯টার দিকে চামেলির বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
এদিকে, রাজশাহী মেয়ে ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুনের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। সাবেক জাতীয় দলের এই মহিলা ক্রিকেটারের অসুস্থতোর কথা শুনে বুধবার সকালে তার বাড়িতে ছুটে যান মেয়র লিটন।
দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা চামেলীর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে এসময় মেয়র নগদ এক লাখ টাকা তুলে দেন এবং চামেলী ও তার পরিবারের খোঁজ-খবর নেন। এসময় তিনি দেশবাসী ও ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, চামেলী আমাদের গর্ব। তাকে সহযোগীতার জন্য সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চাই চামেলী সুস্থ হয়ে ব্যাট-বল হাতে আবার মাঠে ফিরে যাক।
পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, গুণী এই ক্রীড়া ব্যক্তিত্বকে সহযোগীতার জন্য যোগাযোগ করতে পানের তার মোবাইল নম্বরএ ০১৭১২-৪১৫৩৮৮। অথবা তার ব্যাংক এ্যাকউন্ট নম্বর, অ্যাকাউন্টের নাম: চামেলী খাতুন, অ্যাকাউন্ট নম্বর: ০১০০১০ ২২২ ৪৫৩৬, জনতা ব্যাংক, লক্ষিপুর শাখা, রাজশাহী।
রাজশাহী নগরীর দরগা পাড়া এলাকায় ক্রিকেটার চামেলী খাতুনের পৈত্রীক বাড়িটি। দরগা পাড়া এলাকায় যে কাওকে বললেই চামেলীর বাড়ি চিনিয়ে দেবে। দুই জানালা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরই এখন চামেলীর পরিবারের ঠিকানা। দেখে বোঝবার উপায় নেই, ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত এই চামেলীই দাপটের সাথে নিজের নৈপূণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স, ফুটবল এবং প্রমীলা ক্রিকেটে। কারন আট বছর থেকে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া সহ মেরুদণ্ডে হাড়ের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে মূমুর্ষ অবস্থায় পৌঁছেছেন তিনি। মেরুদণ্ডে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবস হয়ে যাচ্ছে তার পুরো ডান পাশ।
এই অবস্থায় দ্রুত দেশের বাইরে সার্জারির পরামর্শ চিকিৎসকের। যাতে প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সমাজের সকলের কাছে নিজের চিকিৎসার জন্য তিনি সাহায্য কামনা করেছেন। চামেলী ছোট্ট একটি চাকরি করেন আনসার ভিডিপি অফিসে। অসুস্থতার কারনে সেই চাকরিরও যায় যায় অবস্থা। এখন অসুস্থতা নিয়ে নিজের চিকিৎসা না করিয়ে বেতনের টাকায় পুরো পরিবারের ব্যয় টানছেন তিনি।
এদিকে, চামেলির বোড় বোন চাম্পা খাতুন বলেন, গত দিনদিনে ক্রিকেটার সাকিব আল হাসান, মুসফিকুর রহিম, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান মোবাইল ফোনে চামেলি ও তাদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তারা সহযোগিতার আশ^াস দিয়ে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই