খালেদার রায় নিয়ে বিশ্বনেতাদের সংশয় নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খালেদার রায় নিয়ে বিশ্বনেতাদের সংশয় নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট বাঘার সাংসদ শাহ্রিয়ার আলম বলেন, আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রায় নিয়ে বিশ্বের একটি দেশও প্রশ্ন করেনি। কারণ এতিমদের টাকা খাওয়ার ঘটনা বিশ্ব জানে। বুধবার রাতে উপজেলার তেঁথুলিয়া শরিফাবাদ মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাত ৮ টায় শরিফাবাদ কলেজের অধ্যাক্ষ ও বাউসা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম টগরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বিদেশ থেকে কোটি-কোটি টাকা এনেছেন জিয়াউর রহমান নামে গঠিত এতিম খানায়। অথচ এই নামে ব্যাংক একাউন্ট ছাড়া না-ছিল একটা সাইন বোর্ড, না ছিল কোন ঘর। তাহলে যে প্রধান মন্ত্রী এতিমদের টাকার লোভ সামলাতে পারেনি তিনি দেশের উন্নয়ন করবেন কি ভাবে? আর গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের পর লুৎফর রহমান বাবর কি বলেছিল জানেন? তিনি বলে ছিল, আমার যদি একবার ফাঁসির রায় হয়- তাহলে তারেক জিয়ার ৪ বার হওয়া উচিত।
শাহ্রিয়ার বলেন, এখন গণতন্ত্র অনেক শক্তিশালী। এখন জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে মানুষ ভোট প্রদান করে। আপনারা জানেন, গত ২০১৪ সালের নির্বাচনে জামাত-বিএনপিরা অনেক বড় ষড়যন্ত্র করেও নির্বাচন বানচাল করতে পারেনি। অবশেষে বলেছিল, ঈদের পরে আন্দোলন করবেন। জানিনা কবে তাদের ঈদ আসবে। আর জামাতিদের কথা কি বলবো, তারা জন্মের পর থেকে ফতুয়া দিয়ে আসছে মহিলাদের নেতৃত্ব পরিহার করতে হবে। অথচ আজ তারা মহিলাদের আঁচলে।
এর আগে মন্ত্রী আড়ানী ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বলেন, এমন একটি সময় ছিল এই হরিপুরে বর্ষার দিনে গাড়ি নিয়ে আসতে পারতাম না। অথচ আজ এই মঞ্চে রঙ্গীন বাতি জলছে। একুট আগে ওয়ার্ড আলীগের সভাপতি বলেছেন আর দুইটি রাস্তা পাকা হলে এ অঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না। আমি কথা দিয়ে গেলাম, যদি আগামীতে ক্ষতায় আসি তবে এ রাস্তা দু’টিও পাকা করে দেবো।
তিনি উন্নয়নের কথা ব্যাক্ত করে বলেন, আপনরা আমাকে দ্ইুবার নির্বাচিত করেছেন এ জন্য আমি আপনাদের কাছে ঋণী। চারঘাট-বাঘায় এমন একটি প্রাথমিক বিদ্যালয় দেখাতে পারবেন না, যে খানে একটি পাকা ভবন নির্মাণ হয়নি। আমাদের প্রধানমন্ত্রী দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করাসহ প্রতিটা উপজেলায় একটি করে স্কুল এবং কলেজ সরকারি করেছেন। আমরা দৃপ্ত পায়ে আত্মমর্যদাশীল বাংলাদেশ গড়তে চাই।
আমাদের প্রধানমন্ত্রী দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা পরিশ্রম করেন। বর্তমানে কোন এলাকায় যেতে না পারলে সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জণগণের সাথে কথা বলেন। পরিশেষে তিনি বিরোধী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামিতে আর কোন চক্রান্ত নয়, বরং দেশের উন্নয়নে আলোর পথে এগিয়ে আসুন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, আড়ানী ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম নান্টু, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এর আগে মন্ত্রী দুপুরে পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাকিব সরকারের কবর জিয়ারত শেষে উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।

কোন মন্তব্য নেই