ফেসবুকের মাধ্যমে বেশি টাকা উপার্জনের জন্যই দেশের শীর্ষ পত্রিকাগুলোকে হুবহু নকল করে রাষ্ট্র ও সরকার বিরোধী ভুয়া খবর প্রকাশ করা হতো
ফেসবুকের মাধ্যমে বেশি টাকা উপার্জনের জন্যই দেশের শীর্ষ পত্রিকাগুলোকে হুবহু নকল করে রাষ্ট্র ও সরকার বিরোধী ভুয়া খবর প্রকাশ করা হতো। এরপর সেগুলো ফেসবুকে শেয়ার করা হতো। কারণ ফেসবুক ব্যবহারকারীদের অধিকাংশই সরকার ও রাষ্ট্রবিরোধী খবরে বেশি লাইক দেন।
সম্প্রতি কয়েকটি শীর্ষ পত্রিকার ওয়েবসাইট নকল করে মিথ্যা খবর প্রকাশের ঘটনায় গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এসব তথ্যই জানিয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী।
আটক করা ওই দুই ব্যক্তি হলেন মো. কামাল হোসেন ওরফে জি এম কামাল (২৩) ও মো. আল আমিন (৩০)। আটক করা ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
মো. মহিউদ্দিন ফারুকী বলেন, ভুয়া খবরের আগ্রাসনের সঙ্গে সঙ্গে এখন যোগ হয়েছে নামী সংবাদ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের পুরো নকল ওয়েবসাইট তৈরির মতো ঘটনা। এসব ভুয়া ওয়েবসাইটের পুরো নকল ওয়েবসাইটের মাধ্যমে পাঠকদের বিভ্রান্ত করে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বাংলাদেশে বিবিসি বাংলা, প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্তের মতো প্রতিষ্ঠানের এ রকম ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনকে সামনে রেখে।
তিনি বলেন, ‘সম্প্রতি এনামুল হক নামে একজন গ্রেফতারের পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মোহাম্মদপুর থেকে মো. কামাল হোসেন ওরপে জি এম (২৩) কামাল এবং টঙ্গী থেকে ডোমেইন হোস্টিংকারী আল আমিনকে (৩০) আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অধিক টাকা উপার্জনের জন্য এসব কর্মকাণ্ড করতো।’
তাঁদের রাজনৈতিক পরিচয় কী, তা জানতে চাইলে মহিউদ্দিন ফারুকী বলেন, তাঁরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত—এ প্রমাণ পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই