আগামীকাল ইরানি নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ২ ডেস্ট্রয়ার
আজ তেহরানে জুমার নামাজের মূল খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য দেন। এর আগে গতকাল ইরানের নৌবাহিনীতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি গাদির সাবমেরিন যুক্ত হয়েছে।
নৌপ্রধান বলেন, ৪০ বছর আগে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান শত্রুদের নানা অবরোধ, হুমকি, চাপ ও হত্যাকাণ্ড মোকাবিলা করে আসছে। শত্রুরা এর মাধ্যমে ইরানি জনগণকে হতাশার মধ্যে ঠেলে দিতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
সাবমেরিন ও ডেস্ট্রয়ার নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ইরানি তরুণদের প্রচেষ্টায় বিদেশিদের ওপর নির্ভরতা থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব হয়েছে।
ইরানের মোকাবিলায় আমেরিকা বারবারই অপমানিত হয়েছে বলে তিনি জানান। খানযাদি বলেন, শত্রুর যেকোনো আগ্রাসী তৎপরতা ঠেকাতে ইরানের সাহসী তরুণরা সাগরে দৃঢ় অবস্থান গড়ে তুলেছে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই