ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আটক



ময়মনসিংহ জেলা জামায়াতের আমির ও রোকন অধ্যাপক জসিম উদ্দিন এবং ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।



অধ্যাপক জসিমের পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের চেম্বার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে নিয়ে যায়।

এর আগে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক দন্ত চিকিৎসক আব্দুর রাজ্জাককে উপজেলার শরীফ মার্কেটস্থ নিজ চেম্বার থেকে আটক করেছে ডিবি পুলিশ।

অধ্যাপক জসিম উদ্দিন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কোন মন্তব্য নেই