বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে খড়খড়ি এলাকার আইনাল হক নামের ভুক্তভোগী ওই ব্যক্তি আরএমপির চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খড়খড়ি ক্যাম্পাসের পার্শ্ববর্তী আইনাল হকের প্রায় সাড়ে ৪ কাঠা জমি লোকজন দিয়ে দখল করে বেড়া দেয়া হয়েছে। ওই সময় আইনাল ও তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী প্রতিবাদ জানালেও তাদের ভয়ভীতি দেখানো হয়। ফলে তারা জমির কাছে যেতে পারেননি। ওইদিনই আইনাল হক চন্দ্রিমা থানায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার জমি জোর করে দখলের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করেন। পরদিন থানায় গিয়ে জমি উদ্ধারের জন্য আকুতি জানালেও পুলিশ তাতে সাড়া দেয়নি। এমনকি অভিযোগ করলে ক্ষতি হবে বলেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন।
আইনালের মেয়ে ঝর্ণা খাতুন অভিযোগে বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খড়খড়ি ক্যাম্পাসঘেঁষা বাবার সাড়ে ৪ কাঠা জমি যার বর্তমান বাজারমূল্য ৬০ লাখ টাকার বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জমি কেনারও কোনো প্রস্তাব না দিয়ে ৩০ নভেম্বর জোর করে দখলে নয়। একই সঙ্গে সড়ক সংলগ্ন বেশকিছু সরকারি জমিও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একই দিনে দখল করে। এখন আইনাল হক তার জমির দাম চাইলেও তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তার মেয়ে অভিযোগে বলেন। অভিযোগ সম্পর্কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ বলেন, খড়খড়ি ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে কিছু সমস্যা চলছে। আমরা সমাধানের চেষ্টা করছি। তবে আইনালের সাড়ে ৪ কাঠা জমি দখলের কথা স্বীকার করে তিনি আরও বলেন, যদি আমরা দখল করে থাকি তাহলে প্রশাসন পারলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।-যুগান্তর

কোন মন্তব্য নেই